ত্রিমুখী সংঘর্ষে রণক্ষেত্র সাভার, গুলিতে শিক্ষার্থী নিহত, আহত অর্ধশতাধিক
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে অস্ত্রধারী ছাত্রলীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে সাভার। এসয়ম গুলিতে নিহত হয়েছে ইয়ামিন নামে এক শিক্ষার্থী। আহত হয়েছে অর্ধশতাধিক মানুষ।
বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা যায়, নিহত ওই শিক্ষার্থী মিরপুর এমআইএসটিতে অধ্যয়নরত ছিলেন।
সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসূফ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার শরীরে গুলির চিহ্ন রয়েছে। আহত আরও ২৬ জনকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন