থাইল্যান্ডের ১২ কিশোর ফুটবলারের কোচই এখন মহানায়ক
থাইল্যান্ডে কিশোর ফুটবল দলের কোচই এখন মহানায়ক। গুহায় আরও দুই কিশোরকে নিয়ে উদ্ধারের অপেক্ষায় রয়েছেন ২৫ বছর বয়সী একাপল চান্থাওং। গুহায় ১৫ দিন ধরে আটকে থাকার পর ১২ কিশোর ফুটবলারকে রোববার উদ্ধার অভিযান শুরু হয়।
এ পর্যন্ত ১০ জনকে উদ্ধার করা হয়েছে। তবে বাকি দুইজনের সঙ্গে রয়ে গেছেন কোচ একাপল।
নিখোঁজের ৯ দিন পর ২ জুলাই তাদের জীবিত সন্ধান পায় ডুবুরিরা। এরপর ডুবুরিরা জানান, আটকে পড়াদের মধ্যে সবচেয়ে দুর্বল অবস্থায় ছিলেন কোচ। নিজে না খেয়ে কিশোরদের খেতে দিয়েছেন।
টুইটারেও অনেকেই প্রশংসায় ভাসিয়েছেন একাপলকে। টুইটারে একজন লিখেছেন, ২৫ বছর বয়সেও এই কোচ আজও শিশুর মতোই রয়ে গেছেন। তিনি নিশ্চিতভাবে ১২ শিশু-কিশোরের কাছে একটা বড় অনুপ্রেরণা হয়ে রয়েছেন।
ইয়োস নামের একজন লিখেন, সবাই যখন ১২ কিশোরকে নিয়ে ব্যস্ত, আসুন আমরা কোচ একাপলকে বাহবা দিই। দুই সপ্তাহ ধরে তিনি নিজে না খেয়ে নিজের ছাত্রদের খাইয়েছেন।
মিলি ইয়ং লিখেছেন, দয়া করে কেউ কোচকে ভুলে যাবেন না।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন