থাইল্যান্ডে বন্যায় ২৩ জনের প্রাণহানি

থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলীয় গ্রামীণ এলাকায় ভারী বর্ষণের কারণে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। গত মাসে বন্যায় অঞ্চলটিতে ২৩ জন মারা গেছে। বুধবার কর্মকর্তারা এ কথা জানান।

আকস্মিক বন্যায় বিমান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। এছাড়াও এতে রেললাইন পানিতে ডুবে গেছে এবং ধানক্ষেত প্রধান অঞ্চল ইসানের বিস্তীর্ণ কৃষি জমি পানিতে তলিয়ে গেছে। প্রাকৃতিক এই দুর্যোগে দেশটির ১০ লাখের বেশি নাগরিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

৫ জুলাই থেকে ভয়াবহ এই বন্যায় এখন পর্যন্ত ২৩ জন প্রাণ হারিয়েছেন। খবর এএফপি’র।

বুধবার দেশটির ক্ষমতাসীন জান্তা প্রধান প্রিয়ুত চান-ও-চা বুধবার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চল সাকোন নাখোন এর একটি জলাধার পরিদর্শনে যাচ্ছেন। বৃষ্টিতে জলাধারটিতে ফাটল দেখা দেয়ায় আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, ‘ঝড়ের পর থেকে এ পর্যন্ত ৩৫টির বেশি প্রদেশে বন্যা দেখা দিয়েছে। ’

আবহাওয়া ব্যুরো জানিয়েছে, দশটি প্রদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার কারণে এখনো মারাত্মক বন্যা হচ্ছে।