থাকবে উঁচু শির || আবদুল হাই ইদ্রিছী
থাকবে উঁচু শির
-আবদুল হাই ইদ্রিছী
প্রিয় কবি আল মাহমুদের
খবর আসে কানে,
শেষ সিঁড়িতে পা-টা দিয়ে
আছেন প্রভুর ধ্যানে,
এমন খবর কেমন করে
মনটা বলো মানে?
সারাজীবন পার করেছেন
দেশ ও জাতির তরে,
রাষ্ট্রীয় অবহেলায় আজ
পড়ে আছেন ঘরে,
তাকে দেখে কাব্যপ্রেমির
চোখের পানি ঝরে।
যা দিয়েছেন অমূল্য তা
মোছার উপায় নাই,
দেশ ও জাতি সমাজ গড়ার
মন্ত্র তাতে পাই,
তিনি হলেন গর্ব জাতির
তাহার জুড়ি নাই।
‘লোক লোকান্তর’ ‘কালেরকলস’
‘সোনালি কাবিন’
ছড়া গল্প উপন্যাস তাঁর
সব-ই প্রাণের বীণ,
কাব্যে তাহার তুলনা তো
হয় না কোন দিন।
মুক্তিযুদ্ধের উপন্যাসের
ঔপন্যাসিক সেরা,
‘উপমহাদেশ’ খানা তো
প্রশংসাতে ঘেরা,
তাঁর ‘পানকৌড়ির রক্ত’ খানা
যায় না কভু টেরা।
‘কাবিলের বোন’ সবার মনে
শক্তি করে চাষ,
মুক্তিকামী সব মানুষের
মুক্তির-ই নিঃশ্বাস,
মাজলুমানকে দেখান তিনি
সাহসের আকাশ।
তবু যারা রাখছে বাঁকা
তাহার উপর চোখ!
বলবো কি আর ওদের বলো-
ওরা কেমন লোক?
বুঝবে কবি বিদায় নিলে
বইবে যখন শোক।
কর্মে তিনি হয়ে আছেন
শ্রেষ্ঠ কলম বীর,
সেরা তিনি- থাকবেন সেরা
যতই ছুড়ুক তীর,
বুকটা জুড়ে রাখবে জাতি
থাকবে উঁচু শির।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন