থানায় অভিযোগ নিয়ে আসা নারীকে দিয়ে গা মালিশ করালো পুলিশ
সম্প্রতি একটি ছবি সামাজিক মাধ্যমগুলোতে ভাইরাল। যেখানে দেখা গেছে খালি গায়ে দুয়ারে বসে থাকা এক পুরুষকে গা মালিশ করে দিচ্ছেন এক নারী। পরে জানা যায়, ছবিটি ভারতের উত্তরপ্রদেশের হরদোই জেলার একটি থানার। মালিশ যিনি করাচ্ছেন তিনি আর কেউ নন, সিনিয়র পুলিশ অফিসার।
গত বৃহস্পতিবারের ঘটনা এটি। স্থানীয় সংবাদ মাধ্যমে জানা যায়, থানায় একটি অভিযোগ নিয়ে গিয়েছিলেন ওই নারী। তখন থানায় ডিউটিরত অফিসার তাকে বলেন, অভিযোগ নেয়া হবে যদি তিনি তার গা মালিশ করে দেন। কিন্তু উপায় না দেখে, ওই নারী পুলিশ অফিসারের গা মালিশ করে দেন।
আর এই ফাঁকে কোনো একজন ছবিটি তুলে ইন্টারনেটে ছেড়ে দেয়। স্থানীয় নারী সমাজকর্মীরা অভিযুক্তের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিলও করে। এমনকি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে স্মারকলিপিও পাঠানো হয়।
তবে পুলিশের দাবি অভিযোগটি সত্য নয়। ওই নারী মূলত একজন আয়ুর্বেদিক মালিশ তেল বিক্রেতা। যা ব্যথার জন্য উপকারি। ওইদিন তিনি ওই অফিসারকে দেখাচ্ছিলেন, কীভাবে ওই তেল ব্যবহার করতে হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন