দক্ষিণ এশিয়ায় ঢাকা সবচেয়ে ব্যয়বহুল শহর
ইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের জরিপ বলছে দক্ষিণ এশিয়ায় ঢাকা সবচেয়ে ব্যয়বহুল শহর। এরপর ব্যয়বহুল শহর হচ্ছে কলম্বো ও কাঠমান্ডু। দক্ষিণ এশিয়ার বিখ্যাত শহরগুলোর মধ্যে এ তালিকায় বিবেচনায় ধরা হয়েছে নতুন দিল্লি, মুম্বাই, করাচি ও ব্যাঙ্গালুরু। এ জরিপে বিশ্বের ১৩৩টি শহরে ১৬০টি ভোক্তা পণ্যর বিভিন্ন মূল্য তুলনামূলক যাচাই বাছাই করা হয়েছে। এসব পণ্যের মধ্যে রয়েছে খাদ্য, পানীয়, কাপড়, ঘরের প্রয়োজনীয় জিনিস, ব্যক্তিগত প্রয়োজনীয় দ্রব্য, বাড়ি ভাড়া, পরিবহন ব্যয়, বেসরকারি স্কুলের খরচ, গ্যাস,বিদ্যুৎ,পানি, টেলিফোন সহ ইউটিলিটি বিল,গার্হস্থ্য সহায়তা ও বিনোদনমূলক খরচ ইত্যাদি।
এশিয়ায় যখন বেশ কিছু সস্তা শহর রয়েছে তেমনি বিশ্বের ব্যয়বহুল শহর এশিয়ায় যেমন সিঙ্গাপুর, হংকংএর মত শহরগুলো। টোকিও, ওসাকা, সিওল, কাঠমান্ডুর মত শহরগুলোর বিবেচনায় এশিয়ায় ব্যয়বহুল শহর অন্তত ১০টি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন