দক্ষিণ চট্টগ্রামের বানভাসির পাশে দাঁড়াচ্ছেন ফারাজ করিম চৌধুরী
চট্টগ্রাম প্রতিনিধি: গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত দক্ষিণ চট্টগ্রামের মানুষের পাশে দাঁড়াচ্ছেন তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী। ৯ আগস্ট (বুধবার) সন্ধ্যায় নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে স্ট্যাটাসের মাধ্যমে দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।
জানা যায়, চট্টগ্রাম শহরের নতুন চাক্তাই ভেড়া মার্কেটের পাশে ইসহাক এন্ড ব্রাদার্স এর সামনে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য খাদ্যসামগ্রী ক্রয় করে প্যাকেটিং করার কার্যক্রমে গভীর রাত পর্যন্ত জেগে সরাসরি তত্ত্বাবধান করেন ফারাজ করিম চৌধুরী।
তাঁর আহ্বানে এই কার্যক্রমে শতাধিক স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন। বন্যাদুর্গত এলাকার মানুষের জন্য প্রেরিত এসব ত্রাণ সামগ্রীর মধ্যে মুড়ি, চিড়া, মোমবাতি, চিনি, বিস্কুট, দিয়াশলাই, মিনারেল ওয়াটারসহ আনুষঙ্গিক নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে।
চট্টগ্রামের এই দূর্যোগে দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তরুণ সমাজ সেবক ফারাজ করিম চৌধুরী।
এসব উদ্যোগ দেখে কর্ণফুলীর আলমগীর কবির জানান, যেখানে মানবিক বিপর্যয় সেখানে ফারাজ করিম চৌধুরী, রাউজানের সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরীর জ্যৈষ্ঠ পুত্র এই ফারাজের মানিবিক কর্মকান্ড দেশ ও বিদেশে প্রশংসিত হয়ে উঠেছে। সীতাকুন্ডের অক্সিজেন টার্মিনালে বিস্ফোরণের ঘটনায়, সিলেটের ভায়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের কোরবানীর সময়ে গরু জবাই করে গরুর মাংস বিতরণ, ভয়াবহ ভুমিকম্পে তুরস্ক ও সিয়িয়ায় হতাহতের ঘটনায় দেশ থেকে ছুটে যান তিনি।
ঢাকার বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও দোকানের কর্মচারীদের সহায়তার হাত বাড়িয়ে দেন ফারাজ করিম চৌধুরী। তিনি যেন ওয়ান ম্যান আর্মি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন