দক্ষিণ-পূর্ব এশিয়ায় ছড়াচ্ছে ‘সুপার ম্যালেরিয়া’
রক্ত চোষা মশার মাধ্যমে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোতে মহামারী আকারে ছড়াচ্ছে ‘সুপার ম্যালেরিয়া’। বিজ্ঞানীরা এরইমধ্যে এ বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন।
এই ম্যালেরিয়াকে বলা হচ্ছে সবচেয়ে বেশি বিপজ্জনক। কারণ ওষুধের মাধ্যমে এ ম্যালেরিয়ার জীবানু ধ্বংস করা সম্ভব নয়।
কম্বোডিয়ার এর উৎপত্তি হলেও এরইমধ্যে থাইল্যান্ড, লাওস ও ভিয়েননামের দক্ষিণাঞ্চলে ছড়িয়ে পড়েছে ‘সুপার ম্যালেরিয়া।
ব্যাংককে অক্সফোর্ড ট্রফিক্যাল মেডিসিন রিসার্চ টিমের প্রধান অধ্যাপক আর্জেন ডনডর্প জানান, এটি মারাত্মক হুমকি হিসেবেই আমরা দেখছি। এটি দ্রুত আশঙ্কাজনকহারে পুরো এলাকায় ছড়িয়ে পড়ছে। এটি আফ্রিকাতেও ছড়িয়ে পড়তে পারে। সূত্র : বিবিসি
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন