দলের শৃঙ্খলা রক্ষায় উপজেলা নির্বাচনে যে সিদ্ধান্ত নিল আ’লীগ
সার্বিক শৃঙ্খলা ও সাংগঠনিক অবস্থা বিচার বিশ্লেষণ করে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে উন্মুক্ত প্রার্থিতার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ।
এর ফলে ওই দুই পদে আওয়ামী লীগের একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবেন।
শনিবার সকালে ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, দলের সার্বিক শৃঙ্খলা ও সাংগঠনিক অবস্থা বিচার বিশ্লেষণ করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের ১৯ সদস্য আলোচনার ভিত্তিতে এ সিদ্ধান্ত নিয়েছে। এসময় দল থেকে মনোনয়ন পাওয়া ৮৭ প্রার্থীর নাম ঘোষণা করে দলটি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন