দাখিল পরীক্ষায় শেরপুর জেলায় প্রথম দারুসসালাম মাদ্রাসা

শিক্ষাক্ষেত্রে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে শেরপুর জেলার স্বনামধন্য প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান দারুসসালাম মডেল মাদ্রাসা। ২০২৫ সালের দাখিল পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করে প্রতিষ্ঠানটি জেলার মধ্যে শীর্ষস্থান অধিকার করেছে। মাদ্রাসার ১৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১০ জনই জিপিএ-৫ পেয়ে প্রতিষ্ঠানটিকে সাফল্যের শিখরে পৌঁছে দেয়।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে পরীক্ষার ফলাফল প্রকাশ হলে এসব তথ্য জানা যায়।
মাদ্রাসার পরিচালক তৌহিদুল ইসলাম নোমান বলেন, “এই অর্জন শুধুই আমাদের নয়, এটি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলের সম্মিলিত পরিশ্রমের ফসল। নিয়মিত পাঠদান, শৃঙ্খলা এবং একাগ্র অধ্যবসায়—সব মিলিয়ে আমরা এই সাফল্য অর্জন করেছি।”
ভাইস প্রিন্সিপাল মাওলানা শরিফ হাসান শাহিন বলেন, “আমরা সবসময় চেষ্টা করেছি ছাত্রদের শুধু পাঠ্য বিষয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে নৈতিক, চারিত্রিক ও মানসিক গঠনের দিকেও সমান গুরুত্ব দিতে।”
প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল মাওলানা আবু হানিফ মাদ্রাসার এই সাফল্যকে ভবিষ্যতেও ধরে রাখার প্রত্যাশা ব্যক্ত করে শেরপুরবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, “আমাদের লক্ষ্য ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা। ইনশাআল্লাহ, আমরা আগামীতেও এই ধারাবাহিকতা বজায় রাখতে পারব।”
প্রাইভেট খাতে পরিচালিত এই মাদ্রাসার অসাধারণ সাফল্য শেরপুর জেলার শিক্ষা অঙ্গনে নতুন এক দিগন্তের সূচনা করেছে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন