দাবদাহে পুড়ছে ইউরোপ!
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/08/europe-20180805220937.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
দাবদাহে পুড়ছে পুরো ইউরোপ। অতীতের সব রেকর্ড ছাড়িয়ে সর্বোচ্চ গরম পড়ছে সেখানে। শনিবার (৪ আগস্ট) বছরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ইউরোপে।
এদিকে প্রচণ্ড দাবদাহে তিনজন মারা গেছে। গরমে সাবধান থাকার জন্য বিভিন্ন স্থানে বিশেষ সর্তকতা জারি করা হয়েছে। গরমের কারণে ফ্রান্সে কয়েকটা পরমাণু বিদ্যুৎকেন্দ্র আপাতত বন্ধ রাখা হয়েছে।
বিদ্যুৎকেন্দ্রের তাপমাত্রা স্বাভাবিক রাখতে নদীর পানি ব্যবহার করা হচ্ছে। গরমে ১৯৭৭ সালের জুলাইয়ে ইউরোপে সর্বোচ্চ ৪৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এবার সেই রেকর্ডও ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ব্রিটিশরা ছুটি কাটাতে যায় স্পেন এবং পর্তুগালের এমন বেশ কিছু হলিডে রিসোর্টে তাপমাত্রা ৪৮ ডিগ্রির দিকে যাত্রা শুরু করেছে বলে বলা হচ্ছে।
বিজ্ঞানীরা জানিয়েছেন, বিশ্ব তাপমাত্রা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের ফলেই শীতপ্রধান ইউরোপ এমন উত্তপ্ত হয়ে উঠছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন