দাবানলে ১২ হাজার মানুষ সরিয়ে নিয়েছে ফ্রান্স

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চল থেকে দাবানলের কারণে ১২ হাজার মানুষ সরিয়ে নেয়া হয়েছে। মঙ্গলবার মধ্যরাতেই তাদের দাবানল সংঘটিত এলাকা থেকে সরিয়ে নেয়া হয়েছে বলে দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। খবর গার্ডিয়ানের।

দাবানল নিয়ন্ত্রণে নিয়ে চার হাজারেরও বেশি দমকল কর্মী ১৯টি অগ্নিনির্বাপণ বিমানের সাহায্যে আগুন নেভানোর চেষ্টা করছে। এ বহরে আরও চারটি বিমান যুক্ত করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী জেরার্ড কলম্ব।

আগুন নেভাতে গিয়ে এখন পর্যন্ত ১২ জন দমকল কর্মী আহত হয়েছেন। ধোঁয়ায় শ্বাসরোধজনিত কারণে অসুস্থ হয়ে পড়েছেন ১৫ পুলিশ কর্মকর্তা। ইউরোপীয় ইউনিয়নের কাছে দাবানলের বিরুদ্ধে লড়াইয়ে সোমবার সাহায্য চেয়েছিল ফ্রান্স।

দমকল বাহিনীর এক কর্মকর্তা জানান, এমন এলাকায় দাবানল সৃষ্টি হয়েছে, যেখানে গ্রীষ্মকালে লোকসংখ্যা দ্বিগুন অথবা তিনগুণ হয়ে যায়।

সরিয়ে নেয়া ১২ হাজার লোকের মধ্যে তিন হাজার লোক অবকাশ যাপনে ওই এলাকায় গিয়েছিলেন। অনেকেই অবশ্য রাত কাটিয়েছেন সমুদ্র সৈকতে।

সেইন্ট ট্রোপেজের কাছের এলাকাগুলোতে দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে। কয়েকশত ঘরবাড়ি থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে কর্সিকাতে। চার হাজার হেক্টর জমি পুড়ে গেছে ভূমধ্যসাগর উপকূলীয় এলাকাতে।