দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা দাখিল পরীক্ষায় সাফল্যের ধারা অব্যাহত
দলীয় রাজনীতিমুক্ত পরিবেশে, সুন্নতে নববীর পূর্ণ অনুসরণে আউলিয়ায়ে কেরামের অনুসৃত পথে পরিচালিত ছয় সহস্রাধিক শিক্ষার্থীর পদচারণায় মুখরিত ঢাকার ঐতিহ্যবাহী দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা দাখিল পরীক্ষা ২০১৯ এ বিগত বছরের ন্যায় এ বছরও সাফল্যের ধারা অব্যাহত রেখেছে।
দাখিল পরীক্ষায় সর্বমোট ৪৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে GPA-5 পেয়েছে ২৩৮ জন। A পেয়েছে ২৩৩ জন। বিগত পরীক্ষাগুলোতেও এ মাদরাসা ফলাফলে শীর্ষে ছিল।
মাদরাসার অধ্যক্ষ জনাব আলহাজ্জ মাও. আ.খ.ম.আবুবকর সিদ্দীক বলেন, “দ্বীনি পরিবেশ, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায়, গভর্নিং বডির দক্ষ পরিচালনা, এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা, শিক্ষকদের কর্তব্যনিষ্ঠা এবং সর্বোপরি আল্লাহর অশেষ রহমত এ সাফল্যের মূল ভিত্তি”। মাদরাসার উত্তরোত্তর সাফল্যের জন্যে তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন