দারুল ইহসানের সনদধারীদের এমপিওভুক্তির নির্দেশ
আদালতের রায়ে বন্ধ হওয়া দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে পাস করা বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের এমপিওভুক্তি করতে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার (২৮ আগস্ট) এ বিশ্ববিদ্যায়লের সনদধারী প্রায় তিন হাজার শিক্ষককে এমপিওভুক্ত করতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরকে (মাউশি) নির্দেশ দেয়া হয়।
নির্দেশে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত সনদের গ্রহণযোগ্যতার বিষয়ে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি/ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। এ ছাড়াও ওই সনদের ভিত্তিতে এরই মধ্যে বিধি অনুযায়ী নিয়োগপ্রাপ্ত শিক্ষক/কর্মচারীদের এমপিওভুক্ত-সংক্রান্ত সব কার্যক্রম মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) গ্রহণ করবে।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরে এ বিষয়ে ব্যবস্থা নিতে মাউশি মহাপরিচালক বরাবর চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
মাউশির মহাপরিচালক অধ্যাপক মাহাবুবুর রহমান বলেন, আদালতের নির্দেশে দারুল ইহসান বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হলে এ প্রতিষ্ঠানের সনদধারীরা উচ্চ আদালতে যান। আদালত বিভিন্ন সময় আবেদনকারীদের সনদের বৈধতা দেয়। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশের পর প্রায় তিন হাজার শিক্ষক-কর্মচারী এমপিওভুক্তি হতে পারবেন।
তিনি বলেন, এ বিষয়ে স্থায়ী সমাধানের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠানো হয়। পরিস্থিতি আমলে নিয়ে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সদনধারীদের এমপিও সুবিধা প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন