দিনাজপুরের পার্বতীপুরে ইরি-বোরো ধান সংগ্রহ অভিযান শুরু

দিনাজপুরের পার্বতীপুরে উন্মুক্ত লটারীর মাধ্যমে বোরো ধান সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইরি-বোরো ধান সংগ্রহ অভিযান উদ্বোধন করেন পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক।
পার্বতীপুর উপজেলায় চলতি ইরি-বোরো মৌসুমে ধান সংগ্রহের লক্ষমাত্রা ধরা হয়েছে ৩ হাজার ১৮২ মেট্রিক টন। সরাসরি কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ধান ২৭ টাকা দরে ১ হাজার ৮০ টাকা মণ হিসেবে ধান ক্রয় করা হবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রাকিবুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল মোমিনীন মমিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন সরকার ও খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা যোবেশ চন্দ্র পাল প্রমুখ।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন সরকার জানান, আগামী ৩০ আগস্ট পর্যন্ত এই ধান সংগ্রহ অভিযান চলবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















