দিনাজপুরের পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
দিনাজপুরের পার্বতীপুরে ২৬ র্মাচ স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২১ সুর্বণজয়ন্তী ও মুজিবর্বষ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে ৬০০ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়ছে।
শুক্রবার (২৬মার্চ) সকাল ১০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ সংবর্ধনার আয়োজন করা হয়। প্রশাসক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাশিদ কায়সার রিয়াদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মোঃমোস্তাফিজুর রহমান (ফিজার) এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোখলেছুর রহমান, রেলওয়ে থানার অফিসার ইনর্চাজ (ওসি) আব্দুল্লাহ আল মামুন ও উপজেলা সমাজ সেবা অফিসার তাপস রায়সহ আরো অনেকে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রিয়াজ মাহমুদ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন