দিনাজপুরের বীরগঞ্জে আওয়ামীলীগের শোক র্যালী
দেশব্যাপী জামায়াত-বিএনপির সন্ত্রাস, নৈরাজ্য ও তান্ডবনীলায় নিহত ছাত্র/ছাত্রী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ অন্যান্য নিহতদের দিনাজপুরের বীরগঞ্জে আওয়ামীলীগের স্মরণে শোক র্যালী।
বৃহস্পতিবার (১ আগষ্ট) সকালে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয় হতে শোক র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালী শেষে দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নুরিয়াস সাঈদ সরকার, জেলা পরিষদ সদস্য মোঃ রোকনুজ্জামান বিপ্লব, সাবেক যুগ্ন সম্পাদক মোঃ শামীম ফিরোজ আলম, কোষাধ্যক্ষ মোঃ মনোয়ার হোসেন, সাংগঠিক সম্পাদক মোঃ আব্দুস সালাম সরকার, আওয়ামীলীগ নেতা মোঃ রবিউল ইসলাম সাবুল, মোঃ বাবুল হোসেন, মোঃ ইছাহাক আলী, দেবেন কুমার সরকার, মোছাঃ শাহানাজ পারভীন প্রমুখ।
এসময় বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মমতাময়ী মা আখ্যা দিয়ে বলেন, বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে তখন জামায়াত-বিএনপির সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার চেষ্টা অব্যাহত রেখেছে।
সাম্প্রতিককালে কোটা নিয়ে ছাত্রদের আন্দোলনকে ঢাল বানিয়ে জামায়াত-বিএনপি দেশে যে তান্ডবনীলা চালিয়েছে সে একাত্তরকে হার মানিয়েছে। তাদের সন্ত্রাসী বাহিনীর হাতে ছাত্র-ছাত্রী পুলিশ এবং সাধারণ মানুষ রেহাই পায়নি। আমরা তাদের এধরণের পৈচাশিক কর্মকান্ডের তীব্র নিন্দা জানাই এবং তাদের রুখে দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানাই।
শোক র্যালীতে উপজেলা ও পৌর আওয়ামীলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন