দিনাজপুরের বীরগঞ্জে আবহাওয়া ও জলবায়ু সম্পর্কিত প্রাকৃতিক দূর্যোগ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত
দিনাজপুরের বীরগঞ্জে আবহাওয়া ও জলবায়ু সম্পর্কিত প্রাকৃতিক দূর্যোগ বিষয়ে জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আবহাওয়া তথ্য সেবা ও আগাম সতর্কবাণী পদ্ধতি জোরদারকরণের প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার জিনাত রেহানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অলোচক হিসেবে বক্তব্য রাখেন রংপুর আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস, বীরগঞ্জ পৌর সভার মেয়র মোঃ মোশারফ হোসেন বাবুল, উপজেলা কৃষি অফিসার মোঃ শরিফুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বৃষ্টি, উপজেলা ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সেপেক্টর মোঃ মেরাজ আলী, ভোগনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রাজিউর রহমান রাজু প্রমুখ।
অনুষ্ঠানে সরকারী দপ্তরের কর্মকর্তা কর্মচারী, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান এবং গন্যমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন