এস,এ,বিডি-এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা

উচ্চশিক্ষা, সেবামূলক কার্যক্রম, ও উদ্যোক্তা উন্নয়নে কাজ করা সংগঠন SABD (Students Association of Birgonj)-এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদমান শাহরিয়ার সভাপতি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইব্রাহীম খলিল সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।

কমিটির অন্যান্য পদে দায়িত্ব প্রাপ্তরা হলেন সিনিয়র সহ-সভাপতি মো. মঈন উদ্দিন (বুয়েট), যুগ্ম সাধারণ সম্পাদক রানা সরকার রোহান (ঢাকা বিশ্ববিদ্যালয়), সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহীম (ঢাকা বিশ্ববিদ্যালয়), দপ্তর সম্পাদক দিপঙ্কর রায় (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), অর্থ সম্পাদক আরিফুল ইসলাম নিবিড় (ঢাকা কলেজ), ক্রীড়া সম্পাদক ইবনে সিনা নিবিড় (আশা ইউনিভার্সিটি বাংলাদেশ), এবং প্রচার সম্পাদক নুরে আলম রিয়াল (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়)।

শনিবার (৪ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ্ হলে আয়োজিত অনুষ্ঠানে নতুন কমিটি ঘোষণা করেন অতিথি রেজওয়ানুল হক রেজা, আলিমা মুক্তি, মাহমুদুল হাসান পলাশ, রাশেদ আলি টিটন ও সংগঠনের সাবেক নেতৃবৃন্দ। উপদেষ্টা স্বপন শর্মা, গোপেশ শর্মা, আব্দুর রাজ্জাক, আবু সাঈদ ও গুলজার রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভাপতি সাদমান শাহরিয়ার বলেন, ঝঅইউ -এর ১৬তম বছরে সংগঠনকে শিক্ষার্থীদের যেকোনো বিপদে সঙ্গী হিসেবে দেখতে চাই এবং শিক্ষার মানোন্নয়নে কাজ করে যেতে চাই।” সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল বলেন, “উচ্চশিক্ষা, উদ্যোক্তা উন্নয়ন এবং সেবামূলক কাজের পাশাপাশি বিজ্ঞান-প্রযুক্তি নিয়ে কাজ করতে চাই। সংগঠনের মাধ্যমে মানুষের পাশে থাকার লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে চাই।”

নতুন কমিটি SABD এর দীর্ঘ ঐতিহ্য ধরে রেখে শিক্ষার্থীদের উন্নয়ন ও সমাজসেবায় কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন সংগঠনের নেতারা।