দিনাজপুরের বীরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে একজনের মৃত্যু

দিনাজপুরের বীরগঞ্জে জমি বিরোধের সংঘর্ষে মোঃ জয়নাল আবেদীন (৩৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে মোঃ শাহাদাত (৩৮) নামে একজনকে গ্রেফতার করেছে।

নিহত মোঃ জয়নাল আবেদীন উপজেলার শতগ্রাম ইউনিয়নের ধুলাউড়ী গ্রামের মোঃ হুরমুজ আলীর ছেলে। তিনি পঞ্চগড় জেলার সমবায় অফিসে ক্যাশিয়ার পদে কর্মরত ছিলেন।

বুধবার ১২ নভেম্বর সকাল ৭ টায় নিজ বাড়ীর পাশে জামতলী বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের ছোট ভাই মোঃ হামিদুর রহমান জানান, তার আপন চাচা হবিবর রহমানের ছেলে মোঃ সাহার আলী, মোঃ সাহাদত ও মোঃ সায়েদ আলীর সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এবং আমাদের দখলীয় সেই জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে।

আজ বুধবার সকালে বড় ভাই জয়নাল আবেদীন জমিতে গিয়ে দেখতে পায়, সেই জমিতে প্রতিপক্ষ তার আপন চাচাতো তিন ভাইয়ের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন লোক ঐ জমির ধান কাটা শুরু করেছে। এ সময় তিনি প্রতিবাদ জানায় এবং নিজ মোবাইলে ভিডিও ধারণ করলে প্রতিপক্ষরা হ্মিপ্ত হয়ে মোবাইল কেড়ে নেওয়ার পর তাকে মারধর করে।

সংবাদ পেয়ে পরিবারের লোকজন মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বীরগঞ্জ থানার অফিসার ইনচাজর্ (ওসি) মোঃ আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে হবিবর রহমানের পুএ মোঃ শাহাদাতকে গ্রেফতার করেছে।

মৃতদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটানায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি আরও জানান।