দিনাজপুরের বীরগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে, খাবার খাব পুষ্টি গুনে ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে (১৫ মে) বুধবার সকাল ১১ টায় বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা অফিসের সেমিনার কক্ষে এক সপ্তাহের জাতীয় পুষ্টি সপ্তাহ ৯ থেকে ১৫ মে, ২০২৪ উপলক্ষে খাদ্য নিরাপত্তা, নিরাপদ ও নগর পুষ্টি বিষয়ক আলোচনা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে এলাহী। এসময় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহি সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মহসিন আলী, পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব সহ অনেকেই।
অনুষ্ঠানে বক্তাগন, সুষম ও পুষ্টিকর খাদ্যের উপকারিতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে জনগণকে সচেতন করা, সুস্থ ও ফিট থাকার জন্য পুষ্টিকর ও সুষম খাদ্য গ্রহণে সচেতন করা,কিশোর-কিশোরী, শিশুদের ও মায়েদের পুষ্টির গুরুত্ব সম্পর্কে সু-স্পষ্ট ধারনা দেওয়া। সরকারি নীতি ও পরিকল্পনা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করাসহ পুষ্টি সপ্তাহের বিভিন্ন তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন।
পরিশেষে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিশু ও কিশোর-কিশোরীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন-জনাব, মোঃ ফজলে এলাহী, উপজেলা নির্বাহী অফিসার, বীরগঞ্জ, দিনাজপুর এবং সভাপতি উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন