দিনাজপুরের বীরগঞ্জে জামায়াতের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে আলোচনা ও ইফতার মাহফিল

দিনাজপুরের বীরগঞ্জে সাংবাদিকদের সম্মানে “বৈষম্যহীন সমাজ বিনির্মাণে রমজানের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় মকবুল হোটেল অ্যান্ড রেস্তোরাঁয় বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা শাখার মিডিয়া ও প্রচার বিভাগের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির ক্বারী মোঃ আজিজুল রহমান, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের জামায়াতের সম্ভাব্য মনোনীত এমপি প্রার্থী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক স্কুল কার্যক্রম সম্পাদক মোঃ মতিউর রহমান।

তিনি বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের অবহেলিত ও বঞ্চিত মানুষের কল্যাণ নিশ্চিত হয়। গণমাধ্যমের নিরপেক্ষ ও সত্যনিষ্ঠ ভূমিকা সমাজকে সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সহ-সভাপতি মোঃ রাশেদুন্নবী বাবু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এ কে এম কাওছার, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. মঞ্জুরুল ইসলাম, এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, আবেদ আলী, মোঃ শাহিনুর ইসলাম, মাহাবুবুর রহমান আংগুর, মীর কাশেম লালু, ইউসুফ আলী, নাজমুল ইসলাম মিলন ও মাজেদুর রহমান প্রমুখ।

সাংবাদিকদের সম্মানার্থে আয়োজিত এই অনুষ্ঠানে রমজানের গুরুত্ব ও সমাজ বিনির্মাণে এর ভূমিকা নিয়ে ইসলামিক আলোচনা করা হয়। পাশাপাশি ইফতারের বিশেষ আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা শাখার মিডিয়া ও প্রচার বিভাগের বিভাগীয় সেক্রেটারি মোঃ আমিনুল ইসলাম।

বক্তারা বলেন, সমাজের সকল স্তরে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় সংবাদকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা যেন নিরপেক্ষ, নির্ভীক ও সত্যনিষ্ঠ সাংবাদিকতা করেন এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।