দিনাজপুরের বীরগঞ্জে ট্রাকের ধাক্কায় গরু ব্যবসায়ীর মৃত্যু, আহত ২

দিনাজপুরের বীরগঞ্জে গরুর হাটে যাওয়ার পথে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় মোঃ আজাহার আলী (৬৫) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একই এলাকার দুই গরু ব্যবসায়ী মোঃ রেজাউল ইসলাম (৪০) ও মোঃ মোফেল ইসলাম (৫০)।

শনিবার (৮ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার নিজপাড়া ইউনিয়নের প্রেমবাজার সংলগ্ন এলাকায় বীরগঞ্জ-খানসামা আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ব্যবসায়িক কাজে মোঃ আজাহার আলী, মোঃ রেজাউল ইসলাম ও মোঃ মোফেল ইসলাম এক মোটরসাইকেলে করে কাহারোল গরুর হাটে যাচ্ছিলেন।

পথে একটি পণ্যবাহী ট্রাককে ওভারটেক করার সময় ধাক্কা লেগে তারা সড়কে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই মোঃ আজাহার আলী মারা যান। স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

নিহত মোঃ আজাহার আলী উপজেলার শতগগ্রাম ইউনিয়নের গড়ফতু গ্রামের মৃত ধলু মিয়ার ছেলে। আহত রেজাউল ইসলাম একই এলাকার বলদিয়া পাড়ার মৃত আশরাব আলীর ছেলে এবং মোফেল ইসলাম প্রসাদ পাড়া গগ্রামের মৃত তপুর ছেলে।

বীরগঞ্জ থানার ওসি মোঃ আব্দুল গফুর জানান, দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।