দিনাজপুরের বীরগঞ্জে ট্রাফিক নিয়ন্ত্রন ও পরিস্কার পরিচ্ছন্নতা কাজ করছে ছাত্ররা

বৈরি আবহাওয়া উপেক্ষা করে দিনাজপুরের বীরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র, বিএনসিসি ,স্কাউটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারন শিক্ষার্থীদের সমন্বয়ে বিজয় চত্বর,উপজেলা চত্বর, তাজমহল মোড়, থানা গেইটসহ বিভিন্ন স্থাপনা পরিস্কার পরিছন্নতা ,যানযট নিরসনে ,ট্রাফিকের দায়িত্ব ও রংতুলি একে কর্মসূচি পালন করেছে ছাত্র- ছাত্রীরা।

শুধু আন্দোলনের মাধ্যমে সরকার পতন ও দাবি আদায়ের মধ্যেই নিজেদের সীমাবদ্ধ না রেখে দেশকে পুর্নগঠনে ও ঢেলে সাজাতে হাত লাগিয়েছে তরুনপ্রজন্ম।

শনিবার (১০ আগষ্ট) সকাল থেকে দুপুর গড়িয়ে গেলেও শহরের গরুত্বপুর্ন স্থানে এই চিত্র দেখা যায়। শিক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে এই কার্য সম্পদন করছে। উৎফুল্ল জনতা ছাত্রদের মাঝে কেউ ঠান্ডা পানি, ছাতা ও খাদ্য সামগ্রী দিতে দেখা যায়।

শিক্ষার্থীরা জানান,শেখ হাসিনা পদত্যাগের পর দেশজুড়ে দুর্বৃত্তের ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে নৈরাজ্য, ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। সেই সকল ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও রাস্তা ঘাটের সকল ময়লা-আবর্জনা পরিস্কার ও শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজট নিরসনের জন্য ক্রমান্বয়ে কাজ করছেন তারা।

oppo_0