দিনাজপুরের বীরগঞ্জে নির্মানাধীন ভবনের ছাদ ঢালাই চলাকালে ধস, আহত ১
দিনাজপুরের বীরগঞ্জে নির্মাণাধীন একটি ভবনের ছাদ ঢালাই চলার সময় হঠাৎ ধসে পড়ে জুয়েল হাবিব (২২) নামে এক যুবক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার ১১নং মরিচা ইউনিয়নের ১৪ হাত বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, মরিচা ইউনিয়নের সাতখামার গ্রামের আহসান হাবিব শামীমের নির্মাণাধীন ভবনে সকাল থেকে শ্রমিকদের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। কাজের একপর্যায়ে হঠাৎ ভবনের একটি অংশ ভেঙে নিচে পড়ে। এতে শ্রমিক জুয়েল চাপা পড়ে গুরুতর আহত হন।
সংবাদ পেয়ে বীরগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিট দ্রæত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে নিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে।
বীরগঞ্জ ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মসলেম উদ্দিন বলেন, ঘটনাস্থলে পৌঁছে আমরা দ্রæত জুয়েল হাবিবকে উদ্ধার করি। তার অবস্থা গুরুতর হওয়ায় দ্রত হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়দের ধারণা, নির্মাণ কাজে ত্রুটি, নিম্নমানের উপকরণ ব্যবহার বা কাঠামো গত দুর্বলতা এই দুর্ঘটনার কারণ হতে পারে। তবে প্রশাসন বলছে, তদন্ত ছাড়া চূড়ান্ত মন্তব্য করা যাচ্ছে না।
বীরগঞ্জ থানার ওসি মোঃ আব্দুল গফুর বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ধসের প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




