দিনাজপুরের বীরগঞ্জে নৌকার বিরুদ্ধে দুই পুত্র পরাজিত, এবার পিতা নৌকার প্রার্থী

দুই পুত্র নৌকার বিরুদ্ধে নির্বাচন করে বিজয় লাভ করতে না পেরে পিতা মোঃ আব্দুর রহমান এবার নিজেই নৌকা মার্কা নিয়ে ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে দাড়িয়েছেন। এ ঘটনাটি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ৪ নং পাল্টাপুর ইউনিয়নের।

 
দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ৪ নং পাল্টাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ তোফাজ্জেল হোসেন গত ২২ শে নভেম্বর ২০২১ ইং তাং  বাংলাদেশ আওয়ামীলীগ ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতির কাছে এক লিখিত অভিযোগে এ তথ্য প্রকাশ করেছেন। লিখিত অভিযোগে বলেন, ৪ নং পাল্টাপুর ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান তোবারক আলি চৌধুরী মৃত্যুবরণ করলে ২০১৭ সালের উপ-নির্বাচনে ইউনিয়ন সভাপতি আব্দুর রহমানের পুত্র আকরামুল জামান অটোরিক্সা মার্কা নিয়ে নৌকার বিরুদ্ধে নির্বাচন করেন। সেই নির্বাচনে বিজয়ী হন বিএনপির মোঃ তসলিম উদ্দীন।

নির্বাচিত হওয়ার পরেই মোঃ তসলিম উদ্দীন বিদেশে চলে যাওয়ায় পদটি শূন্য হয়। ২০১৮ সালে উপ-নির্বাচনে তোফাজ্জেল হোসেন নৌকা মার্কা নিয়ে ভোটে অংশ নেন। প্রতিপক্ষ হন নুর আলম সিদ্দিক। তিনি ঘোড়া মার্কা নিয়ে নৌকার বিরুদ্ধে নির্বাচন করেন। দুই পুত্র ও অটোরিক্সা ও ঘোড়া মার্কা নিয়ে পরাজিত হওয়ার পর পিতা ইউনিয়ন সভাপতি আব্দুর রহমান এবার নৌকা মার্কা নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। ইউনিয়নবাসি বলছেন দুইপুত্র অটোরিক্সা ও ঘোড়া নিয়ে নির্বাচনী বৈতরনী পাড় হতে পারেনি। এবার পিতা নৌকা মার্কা নিয়ে বৈতরনী পার হওয়ার চেষ্টা করছেন। তোফাজ্জেল হোসেন লিখিত অভিযোগে বলেন একই পরিবারের দুই পুত্র নৌকার বিরুদ্ধে দুবার নির্বাচন করার পর পিতাকে মার্কা দেয়ায় এলাকার মধ্যে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।