দিনাজপুরের বীরগঞ্জে পারিবারিক কলহে বৃদ্ধের আত্মহত্যা
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জেরে শিব মল্লিক (৭৫) নামে এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার নিজপাড়া ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিব মল্লিক ওই এলাকার সাগর কুমার মল্লিকের পিতা।
পারিবারিক সূত্রে জানা যায়, সকালে পারিবারিক বিষয় নিয়ে শিব মল্লিক ও তাঁর স্ত্রী অঞ্জিল মল্লিকের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে স্ত্রী ঔষধ আনতে বাড়ি থেকে বের হয়ে যান। পরে অভিমান করে শিব মল্লিক গোয়াল ঘরে বাঁশের ধরনার সাথে লাইলনের রশি দিয়ে, ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
স্ত্রী সকাল সাড়ে ৯টার দিকে বাড়ি ফিরে এসে স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাঁর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে পুলিশে খবর দেন।
এ বিষয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল গফুর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে বীরগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




