দিনাজপুরের বীরগঞ্জে বাজারে উঠতে শুরু করেছে দেশি নতুন পেঁয়াজ, দাম কমায় ক্রেতাদের স্বস্তি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পৌর বাজারে দেশি নতুন পেঁয়াজ উঠতে শুরু করেছে। আজ সোমবার (০২ ডিসেম্বর) খুচরা বাজারে নতুন পেঁয়াজ প্রতি কেজি ৯০ টাকায় এবং পাইকারি বাজারে প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

পৌর বাজারের সবজি বিক্রেতা মোজাম্মেল হোসেন জানান, “আমি পাইকারি বাজার থেকে প্রতি কেজি ৮০ টাকা দরে ৩০ কেজি পেঁয়াজ কিনেছি এবং খুচরা বাজারে ৯০ টাকায় বিক্রি করছি। ক্রেতাদের চাহিদাও ভালো। এ পর্যন্ত ১০ কেজি পেঁয়াজ বিক্রি করেছি।”

পেঁয়াজ ক্রেতা সাদেকুল ইসলাম বলেন, খুচরা বাজারে “৯০ টাকা দিয়ে এক কেজি পেঁয়াজ কিনেছি। পুরনো পেঁয়াজের তুলনায় দাম কম হওয়ায় কিছুটা স্বস্তি পেয়েছি। একইসঙ্গে পেঁয়াজ ক্রেতা আব্দুস সোবহান বলেন, “আরতে দাম কম হওয়ায় আমি নতুন পেঁয়াজ ৮০ টাকা দরে এক কেজি কিনেছি। দাম তুলনামূলক কম হওয়ায় সন্তুষ্ট।”

পুরানো দেশি পেঁয়াজ খুচরা বাজারে ১১০ টাকায় এবং ভারতীয় পেঁয়াজ ১০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে নতুন পেঁয়াজের তুলনামূলক কম দামে ক্রেতারা স্বস্তি পাচ্ছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম জানান, চলতি রবি মৌসুমে বীরগঞ্জ উপজেলায় পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা ছিল ১৪৯ হেক্টর জমিতে। এখন পর্যন্ত ২৬ হেক্টর জমিতে পেঁয়াজ উৎপাদন হয়েছে। আগাম লাগানো পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে।

তিনি আরও বলেন, “আবহাওয়া অনুকূলে থাকায় এবং বাজারমূল্য ভালো থাকায় কৃষকরা পেঁয়াজ চাষে আগ্রহী হচ্ছেন। কৃষি অফিস নিয়মিত মাঠ পরিদর্শন করে পেঁয়াজ চাষ সম্পর্কে পরামর্শ ও সহায়তা প্রদান করছে।”