দিনাজপুরের বীরগঞ্জে বাধাঁকপি রপ্তানীর উপর মাঠ দিবস অনুষ্ঠিত
রপ্তানিযোগ্য কৃষিপণ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দিনাজপুর জেলার বীরগঞ্জে বাঁধাকপির রপ্তানীর উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়। দেড়শতাধিক বিঘার উপর বাঁধাকপির চাষ এলাকার চিত্র বদলিয়ে দিয়েছে। গতবছর এখান থেকেই মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে বাধাকপি রপ্তানী করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ২৮ মাইল এলাকায় মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সাবেক সচিব ও মোঃ মাহমুদ হোসেন।
বাধাঁকপির মুল উদ্যোক্তা নাঈম এগ্রোর পরিচালক মোঃ আল ইমরান এর আবাদকৃত বাঁধাকপির মাঠ পরিদর্শন কালে মাহমুদ হোসেন বলেন ,বিষ মুক্ত সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সকলকে কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী কাজ করতে হবে। সেইসাথে রপ্তানিযোগ্য কৃষি পন্য উৎপাদন, পরিবহন, বন্টনের মাধ্যমে কৃষকের পন্যর নায্য মূল্য নিশ্চিত করার কথা বলেন।
এসময় নাঈম এগ্রোর পরিচালক মোঃ আল ইমরান সভাপত্তিতে মাঠ দিবসের আলোচা সভায় উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রনালয়ের সাবেক কর্মকতা কৃষিবিদ মোঃ শমিমুল আলম ও রংপুর অঞ্চল কৃষি কর্মকতা মোঃ আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন