দিনাজপুরের বীরগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের ডাবরাজীনেশ্বরী (ঝড়ু পাড়া) গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রবিবার (২৭ এপ্রিল) রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে স্থানীয় মোঃ মকবুল হোসেন (মাটিয়া বুড়া), পিতা মৃত বিশু মিয়ার বাড়িতে এই অগ্নিকান্ডের সূত্রপাত হয়।

ঘটনায় মকবুল হোসেনের একটি গোয়ালঘর, একটি খড়ির ঘর পুড়ে যায় এবং ঘরে থাকা ৫টি গরু ও ১টি ছাগল পুড়ে মারা যায়। এতে আনুমানিক পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে।
ঘটনাস্থলের আশপাশে প্রায় ৩০-৩২টি বসতবাড়ি থাকায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়।

খবর পেয়ে বীরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল রাত ১০টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর কাজ শুরু করে এবং রাত ১১টা ২০ মিনিটের মধ্যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয়দের তাৎক্ষণিক উদ্যোগ এবং ফায়ার সার্ভিসের দ্রুত প্রচেষ্টায় কয়েক লক্ষ টাকার সম্পদ রক্ষা সম্ভব হয়েছে। অগ্নিকান্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও বড় ধরনের কোনো প্রাণ হানির ঘটনা ঘটেনি।

বীরগঞ্জ ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মোসলেম উদ্দিন জানান, প্রাথমিক তদন্তে মশা মারার কয়েলে থেকে অগ্নিকান্ডের সূত্রপাতের তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং ফায়ার সার্ভিসের সদস্যরা আনুমানিক ১০ লক্ষ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছেন বলেও তিনি জানান।