দিনাজপুরের বীরগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

দিনাজপুরের বীরগঞ্জে জুয়েল ইসলাম (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৬ মার্চ) সকালে উপজেলার পাল্টাপুর ইউনিয়নের কুড়িটাকিয়া গ্রামে একটি আম গাছ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত জুয়েল ইসলাম ওই এলাকার মোকছেদুল ইসলামের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন, যা তাকে আত্মহত্যার দিকে ঠেলে দিতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। শনিবার রাতের খাবার শেষে ঘুমাতে যান তিনি। পরদিন সকালে বাড়ির পার্শ্ববর্তী আব্দুল জলিলের আম গাছে ঝুলন্ত তার মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। পুলিশের পক্ষ থেকে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন