দিনাজপুরের বীরগঞ্জে শীতের তীব্রতা বাড়ায় পুরাতন কাপড়ের দোকানে ক্রেতাদের ভিড়

উত্তরের হিমালয় সংলগ্ন অঞ্চল দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় শীতের তীব্রতা কিছুটা বেড়ে যাওয়ায় ফুটপাত ও পুরাতন কাপড়ের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। নিন্ম ও মধ্যবিত্ত আয়ের মানুষ কম মুল্যে শীতবস্ত্র কেনার জন্য ভিড় জমাচ্ছেন।

শুক্রবার (২২ নভেম্বর) সকালে পৌর শহরেরবিভিন্ন দোকানে শীত মোকাবিলার জন্য মাফলার, টুপি, মোজা, কানটুপি, সোয়েটারসহ অন্যান্য শীতবস্ত্র কেনার হিড়িক পড়ে।
পরিবার নিয়ে শীতবস্ত্র কিনতে আসা মোঃ নাজিরুল ইসলাম বলেন, হঠাৎ করেই শীত বেশি পড়তে শুরু করেছে। তাই নাতীর জন্য শীতের কাপড় কিনতে এসেছি। তবে এত ভিড় হবে ভাবিনি।

পুরাতন কাপড় বিক্রেতা মিন্টু ইসলাম জানান, শীতের পুরাতন কাপড় দামে সহজলভ্য হওয়ায়, নিন্ম ও মধ্যবিত্ত আয়ের মানুষের চাহিদা বেড়েছে। একই ধরনের মতামত দেন ফুটপাতে কাপড় বিক্রেতা মোঃ মানিক। তিনি বলেন, গত কয়েকদিন তেমন বিক্রি হয়নি। তবে আজ শিশুদের কাপড় বেশী বিক্রি হচ্ছে।

এদিকে দিনাজপুরের আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সকাল ৬ টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আদ্রতা ছিল ৮৯% এবং বাতাসের গতিবেগ ছিল উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১ কিলোমিটার।

আবহাওয়া অফিসের ইনচার্জ মোঃ তোফাজ্জল হোসেন জানান, “নভেম্বর মাসের শেষ দিকে তাপমাত্রা আরও কমতে পারে এবং সর্বনিন্ম তাপমাত্রা ১৪ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করতে পারে। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় দিনের তাপমাত্রাও কিছুটা কমতে পারে।”

শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় বীরগঞ্জের বাজারগুলোতে ক্রেতাদের ভিড়ের পাশাপাশি ব্যবসায়ীদের বিক্রিও বেড়েছে। এতে ব্যবসায়ীদের মুখে হাসি ফুটেছে, আর সাধারণ মানুষ প্রয়োজনীয় শীতবস্ত্র কিনে শীত মোকাবিলার প্রস্তুতি নিচ্ছেন।