দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পর্যায়ে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে করণীয় শীর্ষক সেমিনার

দিনাজপুরের বীরগঞ্জে উপজেলা পর্যায়ে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১৫ জুুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম।

উপজেলা নির্বাহী অফিসার জিনাত রেহানার সভাপতিত্বে উপজেলা সমাজসেবা অফিসার সারোয়ার মুর্শিদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস, বীরগঞ্জ পৌর সভার মেয়র মোঃ মোশারফ হোসেন বাবুল, দিনাজপুর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী প্রসিকিউটর মোঃ মুসতা হাসান বিল্লাহ, উপজেলা কৃষি অফিসার মোঃ শরিফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার ডা. ওয়ার্দাতুল আকমাম, ভোগনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রাজিউর রহমান রাজু, সুজালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, বীরগঞ্জ থানার এসআই মোঃ তানভীর,বীরগঞ্জ উপজেলা মাদক বিরোধী স্বে”ছাসেবক টিমের সদস্য সোহেল আহমেদ প্রমুখ।

মাদকের ভয়াবহতা এবং এর প্রতিকার বিষয়ে সেমিনারে মূল প্রবন্ধ এবং বিষয়বস্তু তুলে ধরেন উপজেলা নির্বাহী অফিসার জিনাত রেহানা।