দিনাজপুরের ভূরুঙ্গামারীর ইউএনওকে শোকজ, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপক কুমার দেব শর্মাকে কারণ দর্শাতে বলা হয়েছে।
২১ সেপ্টেম্বর চিঠির মাধ্যমে ইউএনওর কাছে জবাব চাওয়া হলেও ২৩ সেপ্টেম্বর (শুক্রবার) বিষয়টি জানা গেছে। ইউএনও দীপক কুমার দেব শর্মা ওই উপজেলার পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির সভাপতি।
এ বিষয়ে জানতে একাধিকবার ইউএনও দীপক কুমার দেব শর্মার মোবাইল নম্বরে কল দিলেও তিনি রিসিভ করেননি।
কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন, প্রশাসনিক কর্মকর্তা হিসেবে সার্বিক বিষয়ে ইউএনওর কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















