দিনাজপুরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের অভিযানে ২২১ পিস ইয়াবা ট্যাবলেট সহ একজন বিশিষ্ট মাদক ব্যবসায়ী আটক।
আঘাতকৃত মাদক ব্যবসায়ী দিনাজপুর জেলার বিরল উপজেলার ৭ নং বেজোড়া ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের শ্রীকৃষ্ণপুর বাবুপাড়া এলাকার মোঃ আব্দুর রাজ্জাক এর পুত্র মোঃ রফিকুল ইসলাম রকি (৩০)।
আজ বৃহস্পতিবার (২১ আগষ্ট) দুপুরে দিনাজপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক মোঃ আলমগীর হোসেন এর নেতৃত্বে এক চৌকোষ দল দিনাজপুর জেলার বিরল উপজেলার মাদক ব্যবসায়ী বাড়ি তল্লাশি করে ২২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
দিনাজপুর জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ রাকিবুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক ব্যবসায়ী মোঃ রফিকুল ইসলাম রকির বাড়ি তল্লাশি করে মাদকসহ তাকে আটক করে বিরল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে মামলা নাং-১৭ তাং ২১-০৮-২০২৫।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন