দিনাজপুরে অবৈধ দখল মুক্ত রাখতে বৃক্ষরোপন

দিনাজপুর সদর উপজেলার দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল সম্মুখীন, সড়ক ও জনপদ বিভাগের ফাঁকা জায়গায় দিনাজপুর মেডিকেল মোড় দোকান মালিক ব্যবসায়ী সমিতির উদ্যোগে বৃক্ষরোপন করা হয়।

(১২ আগস্ট) মঙ্গলবার দুপুরে সড়ক ও জনপদ বিভাগের ফাঁকা জায়গায় অবৈধ দখল মুক্ত রাখতে বৃক্ষরোপন করা হয়। এ সময় মেডিকেল মোড় দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি হাসানুর রহমান ও সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন কলি সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

এর পূর্বে সড়ক ও জনপদ বিভাগের রাস্তার পাশে অবৈধ স্থাপনা জেলা ম্যাজিস্ট্রেট ও যৌথ বাহিনী উচ্ছেদ করেন জায়গাগুলো ফাঁকা পড়ে থাকায় এই বৃক্ষরোপণ কর্মসূচি।