মোবাইলে বন্ধুত্ব অতঃপর বাড়িতে ডেকে অশ্লীল ভিডিও ধারন
দিনাজপুরে চাঁদা দাবির অভিযোগে সাথীসহ দু’জন গ্রেফতার
মোবাইলে বন্ধুত্ব করার পর একটি বাসায় ডেকে মারধর অশ্লীল ভিডিও ধারন করে এক লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগে মোছা: সাথী (২১) ও বাড়ির মালিক মামুনুর রশিদ ওরফে কাতুকে (৩৫) গ্রেফতার করেছে দিনাজপুর কোতোয়ালি পুলিশ ।
ভুক্তভোগী মোঃ সুমন ইসলামের কোতোয়ালি থানায় দায়েরকৃত মামলার সূত্রে জানা গেছে, সাথী মোবাইল ফোনে তার সাথে বন্ধুত্ব গড়ে তোলে। বন্ধুত্ব ঘনীভূত হওয়ার পর গত ২৬ সেপ্টেম্বর সুমনকে দিনাজপুর শহরের চৌরঙ্গী সিনেমা হলের পিছনে মামুনুর রশিদ ওরফে কাতুর বাড়িতে চায়ের দাওয়াত দিয়ে ডেকে নিয়ে যায়। সুমন তার অফিসের কলিগ মোশারফ হোসেনকে নিয়ে ঐদিন আনুমানিক ৭ টা ৩০ মিনিটে কাতুর বাড়িতে যায়। বাড়িতে প্রবেশের সাথে সাথেই সাথীর একটি সন্ত্রাসী দল দুজনকে আটকে ভয়—ভীতি দেখিয়ে বেদম প্রহারসহ মোবাইলে অশ্লিল ভিডিও ধারন করে এক লক্ষ টাকা চাঁদা দাবি করে।
এসময় এক লক্ষ টাকা চাঁদা না দিলে মিথ্যা মামলা সাজিয়ে ফাসিয়ে দেওয়ার হুমকি দেয়। এক পর্যায়ে তাদের কাছে রক্ষিত ৯ হাজার তিনশত টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে এক লক্ষ টাকা আনার জন্য মোশারফ হোসেনকে আটক করে রাখে এবং অপহরণকারী সজলসহ ভুক্তভোগী সুমন এক লক্ষ টাকা আনার জন্য বের হয়। সুযোগ বুঝে সুমন ৯৯৯ এ ফোন করে ঘটনা জানালে কোতোয়ালি পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে মোশারফ হোসেনকে উদ্ধার করে। একই সময় পুলিশ অভিযান চালিয়ে সাথীকে আটক করে।
পরের দিন বাড়ির মালিক কাতু কে আটক করা হয়। এ ব্যাপারে ঠাকুরগাঁও জেলার মুন্সিপাড়া মহল্লার মোহাম্মদ আইয়ুব আলীর কন্যা সাথী। দিনাজপুর জেলার বড় গুরগুলার মফিজ উদ্দিনের পুত্র মামুনুর রশিদ ওরফে কাতু। চৌরঙ্গী মোড়ের মৃত মুন্নার পুত্র মোঃ স্বপন ৩০ ও একই এলাকার মোঃ সাব্বিরের পুত্র মোঃ সজলের ৩২ বিরুদ্ধে কোতোয়ালি থানায় অপহরণ করে মারপিট চাঁদা দাবি ও চাঁদা গ্রহণের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। মামলা নং ৫২, তারিখ ২৭ সেপ্টেম্বর ২৩ ইং।
দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ফরিদ হোসেন জানান, কতিপয় মেয়ে মডেলিং করে দিনাজপুরে বিভিন্ন অভিজাত বাড়িঘর ভাড়া নিয়ে বসবাস করছে এবং অর্থশালীদের সাথে মোবাইল ফোনে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলে ও বাড়িতে ডেকে নিয়ে জিম্মি করে মারপিট ও মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয়ভীতি প্রদর্শন করে সর্বোচ্চ কিছু ছিনিয়ে নিচ্ছে। পর্দার আড়ালে থাকা এসব মেয়েদের গ্রেফতার করতে পুলিশ অভিযান শুরু করেছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন