দিনাজপুরে নারীমেলায় বেস্ট বিউটিশিয়ান এর অ্যাওয়ার্ড পেলেন শাম্মী আক্তার লিজা

চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়া প্রধানমন্ত্রীর এই প্রত্যয় কে সামনে রেখে মুজিব শতবর্ষ ও আন্তজার্তিক নারী দিবস উপলক্ষে দিনাজপুরে ওয়ার্ল্ড লিডারশিপ ফোরাম এর আয়োজনে, কলনিপাড়া নারী উন্নয়ন সংস্থার সার্বিক সহযোগিতায়, দিনাজপুর বিজনেস গ্রুপ‘র প্রচারণায় নারীমেলায় বেস্ট বিউটিশিয়ান এর অ্যাওয়ার্ড পেলেন সানমি মেকওভার ওনার শাম্মী আক্তার লিজা ।

দিনাজপুর জীবন মহল পার্ক  নারীমেলা ২০২২ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির জেলা সভাপতি জান্নাতুস সাফা শাহিনুর এই অ্যাওয়ার্ড প্রদান করেন । এসময় উপস্থিত ছিলেন উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি লরাভলী দাস, ডিরেক্টর জীন্নাত আরা,নীলুফার ইয়াসমীন, ওয়ার্ল্ড লিডারশিপ ফোরাম কনট্রি ডিরেক্টর আলভী হায়াত রাজ ,চ্যানেল এস জেলা প্রতিনিধি নাজমুল ইসলাম নয়ন প্রমখ্য ।

মেলায় কেক সহ নানা ধরনের খাদ্য কাপড় হাতে বানানো সেমাই সিদল মধু মাশরুম হাতের তৈরি গহনা,বিউটিশিয়ন ও বুটিকস সহ ৩৫ টি স্টলে ছিলো নানা ধরনের প্রদর্শনি । কাজের উপর পারদর্শি বিবেচনার মধ্যমে নাহার্রস কিচেন এর ওনার বনর্ী আহম্মেদ ও সানমি মেকওভার ওনার শাম্মী আক্তার লিজা  এই অ্যাওয়াড গ্রহন করেন।