দিনাজপুরে প্রতিবন্ধীদের ভোট প্রদানের জাতীয় স্তরের আলোচনা সভা অনুষ্ঠিত

আগামী জাতীয় নির্বাচনে দিনাজপুরে প্রতিবন্ধীদের ভোট প্রদানের সুযোগ-সুবিধা সহ প্রতিবন্ধীদের জাতীয় স্তরের উপদেষ্টা কমিটির সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৩ই অক্টোবর দিনাজপুর কালীতলা প্রেসক্লাব মিলনায়তনে সদর উপজেলা নির্বাচন অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর ও প্রতিবন্ধী নারী উন্নয়ন ফাউন্ডেশন এর আয়োজনে উইমেন্স ফান্ড এশিয়া সমর্থিত এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রতিবন্ধীরা ভোটকেন্দ্রে বোতল ভবনের নিচ তলায় এবং আলাদা বুধ করার দাবি জানান।
স¤প্রীতি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি তামজিদা পারভীন সীমার সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মনির হোসেন, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সামসুল আজম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল সহ অনেকে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন