দিনাজপুরে মিথ্যা ও ভৌতিক মামলা দিয়ে হয়রানি করার অভিযোগে সাংবাদিক সম্মেলন
দেশের প্রেক্ষাপটকে কাজে লাগিয়ে অজ্ঞাত একটি মহল মিথ্যা ও ভৌতিক মামলা দিয়ে ব্যক্তিগত স্বার্থ হাসিল করার উদ্দেশ্য নিয়ে ভুক্তভোগী নারী লুৎফর নাহার বর্ণি কে হয়রানি করার অভিযোগে সাংবাদিক সম্মেলন করা হয়েছে।
আজ (২৭ জানুয়ারি) সোমবার দিনাজপুর কালিতলা প্রেসক্লাবে লিখিত বক্তব্যে দিনাজপুর সদর উপজেলার বাহাদুর বাজার শাকিল আহমেদ এর স্ত্রী ভুক্তভোগী নারী লুৎফর নাহার বণি জানান, দেশের প্রেক্ষাপটকে কাজে লাগিয়ে অজ্ঞাত একটি মহল আমার বিরুদ্ধে অজানা কারণে কোন এক অসৎ উদ্দেশ্যে একের পর এক মিথ্যা মামলা করছে।
যে ঘটনা গুলোর সঙ্গে আমার বা আমার পরিবারের কারও সম্পর্ক নেই। যারা মামলা করছে তাদেরও আমি চিনিনা। এমন কি মামলা গুলোতে যাদেরকে আসামী করা হচ্ছে তাদের সঙ্গেও আমার কোন সম্পর্ক নেই। এই ভৌতিক মামলা গুলো কি কারণে আমার বিরুদ্ধে করা হচ্ছে তাও জানতে পারছিনা। আবার পুলিশ যদি অকারণে সুষ্ঠ তদন্ত ছাড়াই গ্রেফতার করে তাহলে সমাজে হেয় প্রতিপন্ন হতে হবে। যা একজন নারীর জন্য কোন ভাবেই কাম্য নয়।
ভুক্তভোগী নারী লিখিত বক্তব্যে আরো বলেন, আমি একজন নারী উদ্যোক্তা। আমি কোন রাজনৈতিক দলের সঙ্গেও জড়িত নই। তবে আমার আত্মীয় স্বজনরা বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃত্ত। আমার মামা মরহুম মুকুর চৌধুরি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। আমার আত্মীয় স্বজনরা যদি বিএনপি করার কারণে অপরাধি হয়ে থাকে তাহলে আমি অপরাধি।
যেহেতু আমি কোন রাজনীতি করিনা, তাহলে আমার রিরুদ্ধে বিগত সরকারের লোকজনদের সঙ্গে জড়িয়ে কেন মামলা হবে এই প্রশ্নের উত্তর খুজে পাচ্ছিনা। এরই মধ্যে আমার বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। মামলায় যে ঘটনা গুলো উল্লেখ করা হয়েছে, সে গুলোর সঙ্গে আমার কোন সম্পর্ক নেই। আমি এই ভৌতিক মামলা গুলো থেকে পরিত্রাণ চাই। আমার অচেনা শত্রæরা বর্তমান প্রেক্ষাপট কাজে লাগিয়ে আমার ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে।
চেনা শত্রুর সঙ্গে পেরে ওঠা যায়। কিন্তু অচেনা শত্রæদের সঙ্গে পেরে ওঠা সম্ভব নয়। তাই আমি আমার পরিবার পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতার মধ্যে ভূগছি। কখন কোন অজানা বিপদের সম্মুখিন হই। তারা হয়তো আমাকে পথে ঘাটে পেয়ে লাঞ্চিতও করতে পারে। নিরাপত্তার অভাবে স্বাভাবিক ভাবে চলাফেরাও করতে পারছিনা। এসব মিথ্যা ও ভৌতিক মামলা থেকে পরিত্রাণ এবং আইনশৃঙ্খলা বাহিনী সুষ্ঠু তদন্ত করবেন বলেও আশা ব্যক্ত করেন ভুক্তভোগী নারী।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী নারীর ভাই ইয়াহইয়া মাহমুদ রিফাত ও ছেলে উমায়ের আহমেদ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন