দিনাজপুরে রেলপথে দুর্ঘটনা, ট্রেন চলাচল বন্ধ
দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাখনি রেলগেটে ট্রেনের ধাক্কায় এক কাভার্ডভ্যানের চালক নিহত হয়েছেন। এতে কাভার্ডভ্যানটির হেলপার আহত হয়েছেন। দুর্ঘটনার পর পার্বতীপুর থেকে রাজশাহী, খুলনা ও ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে পার্বতীপুর-ফুলবাড়ী রেলপথে এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পার্বতীপুর রেল স্টেশন মাস্টার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি রেললাইনের ওপর থেকে সরানোর কাজ চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৫টার সময় পার্বতীপুর-ফুলবাড়ী রেলপথ দিয়ে মালবাহী ট্রেন যাচ্ছিল। এ সময় বড়পুকুরিয়া কয়লা খনি রেলগেটে একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে কাভার্ডভ্যানের চালক নিহত ও হেলপার আহত হন।
এরপর সকাল সোয়া ৬টার দিকে ওই রেলপথে খুলনা থেকে পার্বতীপুরগামী আন্তঃনগর সীমান্ত ট্রেনটি অতিক্রম করার সময় রেল লাইনের ওপর পড়ে থাকা দুমড়ে-মুচড়ে যাওয়া ওই কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা লাগে এবং সীমান্ত ট্রেনটি সেখানে আটকা পড়ে। তবে সীমান্ত ট্রেনের যাত্রীদের কোনো ক্ষতি হয়নি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন