দিনাজপুরে র্যাবের যৌথ অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
দিনাজপুর জেলার সদর উপজেলায় পৌরসভার স্টেশন রোড এলাকায় র্যাবের যৌথ অভিযানে ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও সিএনজিসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে।
র্যাবের এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানাযায়, র্যাব-১৩ রংপুর ব্যাটালিয়ন ও সিপিসি-১, দিনাজপুর গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে বিশেষ কায়দায় প্লাস্টিকের বস্তার ভিতরে চা (চায়ের প্যাকেট দিয়ে মোড়ানো) সাজিয়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিয়ে আসা ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ০১টি সিএনজিসহ একজনকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত আসামী নাম মোঃ হাবিব (৩৯) সাং- হলদিপাড়া, থানা- খানসামা, জেলা-দিনাজপুর।
এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ী বেশ কিছু দিন যাবৎ মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।
র্যাব সুত্রে জানাযায়, ধৃত আসামীর বিরুদ্ধে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করে আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন