দিনাজপুরে সন্ত্রাসীদের হামলায় আহত ১, আইনি সহায়তা পেতে থানায় অভিযোগ

দিনাজপুরে জমি দখলে বাধা দেয়ায় সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছেন জমির মালিক। আইনি সহায়তা পেতে থানায় অভিযোগ।

দিনাজপুর সদর উপজেলার রাজবাটি এলাকায় ৬ শতাংশ জমিকে কেন্দ্র করে (৫ মার্চ) বিকেলে ঘটনার সূত্রপাত ঘটে।

মোছাঃ শিউলি আক্তারের দেয়া থানায় অভিযোগ সূত্রে জানা যায়, একই এলাকার ভূমিদস্যু মোঃ মমতাজুল ইসলাম জমি দখলের চেষ্টায় ব্যর্থ হওয়ায় পরবর্তীতে ১০-১৫ জনের সন্ত্রাসী বাহিনী নিয়ে জমির মালিক (স্বামী) মাজিদুরের উপরে অতর্কিত হামলা চালায় আহত করে নগদ অর্থ ও মোবাইল ফোন সহ ছিনতাই করেন বর্তমানে স্বামী মাজেদুর রহমানের অবস্থা আসংখ্যাজনক।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান আহত মাজুদুর রহমানের চিকিৎসার খোঁজখবর নেন এবং অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবেন বলেও জানান।