দিনাজপুর বোর্ডের ৪৩ কলেজের কেউ পাশ করেনি

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ৪৩টি কলেজ থেকে পাশ করতে পারেনি কোনো পরীক্ষার্থী। আর শতভাগ পাশ করেছে ১১টি কলেজ থেকে।
বৃহস্পতিবার ঘোষিত ফলাফলে এ তথ্য জানান দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মহা. তৌহিদুল ইসলাম।
তিনি জানান, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট ৬৬৬টি কলেজ থেকে পরীক্ষার্থীরা অংশ নেয়। এর মধ্যে ৪৩টি কলেজ থেকে কেউ পাশ করতে পারেনি। আর শতভাগ পাশ করেছে ১১টি কলেজ থেকে।
শূন্যপাশ করা ৪৩টি কলেজের মধ্যে দিনাজপুর জেলায় ৪টি, ঠাকুরগাঁও জেলায় ৬টি, পঞ্চগড় জেলায় ৩টি, নীলফামারী জেলায় ১০টি, লালমনিরহাট জেলায় ৫টি, রংপুর জেলায় ৪টি, কুড়িগ্রাম জেলায় ৯টি এবং গাইবান্ধা জেলায় ২টি।
কেউ পাশ করতে পারেনি এমন কলেজগুলো হলো-দিনাজপুরের কবিরাজ হাট কলেজ, বেপারীতলা আদর্শ কলেজ, উত্তর লক্ষ্মীপুর হাই স্কুল এন্ড কলেজ ও বোয়ালদোর স্কুল এন্ড কলেজ, ঠাকুরগাঁও জেলার সালান্দর মহিলা কলেজ, গোগর কলেজ, আমানতুল্লা ইসলামী একাডেমী স্কুল এন্ড কলেজ, ঠাকুরগাঁও নিউ মডেল কলেজ।
রত্নাই বগুলাবাড়ী হাই স্কুল এন্ড কলেজ ও এক্তিয়ারপুর শহীদ সালাহউদ্দীন স্কুল এন্ড কলেজ, পঞ্চগড় জেলার বোদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজ, আলহাজ তমিজউদ্দীন কলেজ ও মাড়েয়া মডেল হাই স্কুল এন্ড কলেজ, নীলফামারী জেলার বগুলাগাড়ী স্কুল এন্ড কলেজ, চৌধুরীডাঙ্গী হাই স্কুল এন্ড কলেজ, নয়নখাল স্কুল এন্ড কলেজ।
গোলমুন্ডা আদর্শ কলেজ, নওতাড়া গার্লস স্কুল এন্ড কলেজ, জিলা পরিষদ স্কুল এন্ড কলেজ, ডিমলা সীমান্ত কলেজ, গয়াখারীবাড়ী মহিলা কলেজ, লক্ষ্মীরচাপ সৃজনশীল কলেজ ও সাতপাই হাই স্কুল এন্ড কলেজ, লালমনিরহাট জেলার সোনারহাট স্কুল এন্ড কলেজ, দক্ষিণ ঘনশ্যাম স্কুল এন্ড কলেজ, আমিনুর রহমান কলেজ, ভেলাবাড়ী স্কুল এন্ড কলেজ ও শিয়ালখোয়া কলেজ, রংপুর জেলার পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস হাই স্কুল এন্ড কলেজ।
কুতুবপুর বহুমুখী গার্লস হাই স্কুল এন্ড কলেজ, কান্দিরহাট স্কুল এন্ড কলেজ ও বোড়াইবাড়ী কলেজ, কুড়িগ্রাম জেলার চর শৌলমাড়ী আদর্শ স্কুল এন্ড কলেজ, রাশেদ খান মেনন কলেজ, সিঙ্গর ডাবরিহাট কলেজ, চিলাখানা মডেল কলেজ, তপুরচর স্কুল এন্ড কলেজ, কুটি পায়রাডাঙ্গা স্কুল এন্ড কলেজ, বগুয়া অনন্তপুর স্কুল এন্ড কলেজ, সমাজকল্যাণ মহিলা কলেজ ও ঢোলডাঙ্গা স্কুল এন্ড কলেজ এবং গাইবান্ধা জেলার জুমারবাড়ী মহিলা কলেজ ও ঘাগোয়া হাই স্কুল এন্ড কলেজ।
শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মহা. তৌহিদুল ইসলাম জানান, এসব কলেজের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গতবছর এইচএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২০টি কলেজ থেকে কেউ পাশ করতে পারেনি।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন