দীপন হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১৬ আগস্ট
জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফিন দীপন হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৬ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।
আজ রোববার ঢাকার মহানগর হাকিম গোলাম নবী এই দিন ধার্য করেন।
এ মামলায় আদালতে প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল আজ। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় বিচারক নতুন করে দিন ধার্য করেন।
ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার (ডিসি) আনিসুর রহমান বিষয়টি জানিয়েছেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ৩১ নভেম্বর আজিজ সুপার মার্কেটের নিজ কার্যালয়ে দীপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় দীপনের স্ত্রী রাজিয়া রহমান জলি রমনা থানায় হত্যা মামলা করেন।
মামলার পর তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা হলেন মাঈনুল হাসান শামীম ওরফে সিফাত, আবদুস সামাদ ওরফে আবদুস সবুর ও খায়রুল ইসলাম।
দীপন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের ছেলে। দুর্বৃত্তদের কোপে তাঁর মৃত্যুর ঘটনায় দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদের ঝড় ওঠে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন