দুই আসন থেকে নির্বাচন করতে চান কাদের সিদ্দিকী
জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী দুটি আসনে নির্বাচন করতে চান। আসন দুটি হচ্ছে টাঙ্গাইল-৪ (কালিহাতী) ও টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল)।
এই দুটি আসনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বঙ্গবীর।দলীয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
কৃষক শ্রমিক জনতা লীগের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কাদের সিদ্দিকীর দুই ভাইও তার দল থেকে ঐক্যফ্রন্টের ব্যানারে নির্বাচন করতে চান। তারা হলেন- কাদের সিদ্দিকীর ছোট ভাই সরকারি সা’দত কলেজ ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি আজাদ সিদ্দিকী।দলের সাংগঠনিক সম্পাদক ইকবাল সিদ্দিকীও ঐক্যফ্রন্টের মনোনয়ন প্রত্যাশী।
টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে মনোনয়ন ফরম কিনেছেন আজাদ সিদ্দিকী। আর গাজীপুর থেকে নির্বাচন করতে চান ইকবাল সিদ্দিকী।
এছাড়া দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীরপ্রতীক ও জেলা কৃষক শ্রমিক জনতা লীগের নেত্রী লিপি বেগম টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
উল্লেখ্য, টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসন থেকে কাদের সিদ্দিকী ১৯৯৬ সালে আওয়ামী লীগ থেকে এবং ২০০১ সালে নিজের প্রতিষ্ঠিত কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হন।
আসনটি এবার কোনোভাবেই হাতছাড়া করতে চাইছেন না ঐক্যফ্রন্টের অন্যতম এ শীর্ষ নেতা। নিজের আসন ছাড়াও অন্তত ৫টি আসনে ঐক্যফ্রন্টের হয়ে নির্বাচন করতে চায় কৃষক শ্রমিক জনতা লীগ।
তবে দলটি কতটি আসন পাবে সেটি নির্ধারিত হবে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন