দুই ঘণ্টায় গুলশানের বাসভবনে পৌঁছালেন খালেদা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের সড়ক থেকে গুলশানের বাসভবনে পৌঁছাতে দুই ঘণ্টা সময় লেগেছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। বুধবার বিকেল ৫টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে ঢাকায় বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে বাসভবনের উদ্দেশে রওনা দেন তিনি। রাত ৭টা ৫৪ মিনিটে বাসভবন ফিরোজাতে পৌঁছে বেগম জিয়ার গাড়িবহর।
বিমানবন্দরে অবতরণের পর বিএনপি চেয়ারপারসনকে অভ্যর্থনা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে বের হলে দলের শীর্ষ নেতারা তাকে স্বাগত জানান।
সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে বিমানবন্দরের সামনের সড়কে আসলে যানজটের কবলে আটকা পড়েন খালেদা জিয়া। সড়কে নেতাকর্মীদের অবস্থান করার কারণে আগে থেকেই প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়েছিল। প্রধান সড়কে এসে যানজটে ২৫ মিনিট আটকে থাকার পর বিএনপি চেয়ারপারসনকে বহন করা গাড়িটি ধীরে ধীরে অগ্রসর হয়।
বিমানবন্দর এলাকা থেকে বনানী কবরস্থান পর্যন্ত রাস্তার পাশে অপেক্ষমাণ নেতাকর্মীদের অভ্যর্থনায় সিক্ত হয়ে খালেদা জিয়া গুলশানে তার বাসভবনে পৌঁছেন।
গুলশান কার্যালয়ের সামনেও দলের নেতাকর্মীরা খালেদা জিয়াকে অভ্যর্থনা জানান। রাত ৮টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিএনপি চেয়ারপারসন দীর্ঘ ভ্রমণের ধকল সামলাতে বাসায় অবস্থান নিয়ে বিশ্রাম নিচ্ছেন বলে জানা গেছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন