দুই ঘন্টা কর্মবিরতিতে ইবি শিক্ষক সমিতি

সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে শিক্ষকদের অন্তর্ভুক্তিকরণ ও স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে দুই ঘন্টার কর্মবিরতি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। মঙ্গলবার (২৮ মে) সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহবানে এই কর্মবিরতি পালন করা হয়।

কর্মবিরতি চলাকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শ্রেণিকক্ষে অংশ নেননি। তবে চলমান পরীক্ষাসমূহ এই কর্মসূচির আওতায়মুক্ত ছিল বলে জানিয়েছেন ইবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন।

তিনি বলেন, আমরা ফেডারেশনের সিদ্ধান্তে এই কর্মবিরতি পালন করেছি। এমনকি আমাদের সব শিক্ষকই জোরালোভাবে এই কর্মসূচি পালন করেছেন। যদি দাবি না মানা হয় আগামী ৪ জুন শিক্ষক ফেডারেশন কঠোর কর্মসূচি ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে। আমরাও ফেডারেশন সিদ্ধান্ত অনুযায়ী কর্মসূচি পালন করে যাবো।

এর আগে গত রোববার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে মানববন্ধন করেন ইবি শিক্ষক সমিতি।