দুই বছর পর সরকারি প্রাইমারি শিক্ষকদের বদলির ‘পাইলটিং কার্যক্রম’ শুরু

দুই বছর পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলির ‘পাইলটিং কার্যক্রম’ বুধবার (২৯ জুন) থেকে শুরু হলো।

এদিন সকাল সাড়ে ১০টায় গাজীপুরের কালিয়াকৈরে এই কার্যক্রম শুরু হয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন কোনো কার্যক্রম চূড়ান্তভাবে শুরুর আগে যাচাই-বাছাই প্রক্রিয়াকে বলা হয় পাইলটিং। নির্দিষ্ট একটি সময় পর্যন্ত পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম চলে। তারপর ফলাফল দেখে সুবিধা-অসুবিধা বিবেচনা করে সিদ্ধান্ত নেয়া হয়।

মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন পাইলটিং কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত আছেন। কালিয়াকৈর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে পাইলটিং শুরু হয়েছে।

অনলাইনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি শুরু করতে ২০২০ সাল থেকে বদলি কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল।

জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. মুহিবুর রহমান বলেন, ‘এটাকে বদলি প্রক্রিয়ার শুরুর একটা অংশ (পাইলটিং) বলা যেতে পারে। অনলাইনে কীভাবে আবেদন দেবে, যাচাই-বাছাই হবে; ডিজিটালি এই বিষয়টিই দেখা হবে। এখানে অনলাইনে বদলির সুবিধা-অসুবিধাগুলো আমরা দেখবো। এরপর সারাদেশে উপজেলা পর্যায়ে বদলি চালু করবো।’