দুই মাসের শিশুকে কোলে নিয়ে পরীক্ষা দিলেন মা
শিশুর কারণে চেয়ারে বসে পরীক্ষা দিতে পারেননি মা। মেঝেতে বসেই পরীক্ষা দিতে হয়েছে তাকে। এভাবেই দুই মাস বয়সী এক শিশুকে কোলে নিয়ে পরীক্ষা দিয়েছেন আফগানিস্তানের এক নারী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তার পরীক্ষা দেয়ার দৃশ্য।
সিএনএন জানায়, আফগানিস্তানের ডেয়কুন্ডি প্রদেশের একটি প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রী জাহান তাব। ২৫ বছর বয়সী জাহান ‘নাসিরখসরো হায়ার এডুকেশন ইন্সটিটিউটের’ সামাজিক বিজ্ঞানের ছাত্রী। সেইসঙ্গে দরিদ্র পরিবারের এই মেয়ের বিয়ে হয়েছে একজন কৃষকের সঙ্গে।
নিজের দুই মাস বয়সী শিশুকে নিয়ে পরীক্ষা দিতে যান তিনি। পরীক্ষার সময় শিশুটি পাশেই ছিল। এক পর্যায়ে শিশুটি কান্না শুরু করলে তাকে কোলে নিয়ে মেঝেতে বসেন তিনি। তবুও পরীক্ষার খাতায় লেখা থামাননি!
ঘটনার প্রত্যক্ষদর্শী শিক্ষক ইয়াহিয়া ইরফান। তিনিই এই হৃদয়গ্রাহী ছবিটি তুলেছেন। ছবিটি শেয়ার করে সন্তানের জন্য মায়ের সংগ্রামের কথা তুলে ধরছেন। কতকিছু সামলে নারীকে এগিয়ে যেতে হয় সেটিও ব্যাখ্যা করেছেন।
তবে যখন ছবিটি ভাইরাল হলো তখন ১৫২ পয়েন্ট পেয়ে পাস করেছেন জাহান। মূলত পাস করার পরই জানা গেল কত সংগ্রাম করে পরীক্ষা দিতে হয়েছে ওই নারীকে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন